আশুলিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আগের সংবাদ

ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের শহীদ বেদী

পরের সংবাদ

রাতেও আলোকিত জাতীয় স্মৃতিসৌধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৪৫ অপরাহ্ণ, ১৫/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

রাতে বাহারি রঙ্গের বৈদ্যুতিক রঙ্গিন আলোয় আলোকিত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুতি ইতিমধ্যে শেষ। অপেক্ষা এখন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ লাখ লাখ জনতার।

রাতের নানা রঙ্গিন আলোয় সাজানো হয়েছে সৌধ প্রাঙ্গনসহ আশেপাশের এলাকা। ফটকসহ আশের পাশের এলাকাও আলোক সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে মধ্য রাত থেকেই সৌধ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার কথা রয়েছে নিয়োজিত বাহিনী ও নিরাপত্তাকর্মীরা। ভোর রাতে থেকে স্মৃতসৌধ এলাকার ঢাকা আরিচা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূতসহ ভিভিআইপিরদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারন মানুষদের জন্য খুলে দেয়া হবে ও যান চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, নিরাপত্তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাতে নির্দিষ্ট সময়ে স্মৃতিসৌধসহ আশের পাশের কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে।