সব
সাভারের গেন্ডা এলাকায় অজ্ঞাত পরিবহনের বাস চাপায় তাওহীদ (১১) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সাভারের গেন্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ (১১) পাবনা জেলার সাথিয়া থানা এলাকার মোস্তফার ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে পৌণে ১১টার দিকে সাভারের গেন্ডা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের একটি বাস শিশু তাওহীদকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ঘটনাস্থলে থাকা লোকজন জানায় সেলফি পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। তবে আমরা এখনো পরিবহন সনাক্ত করতে পারিনি।