শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র : প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

চাউল পড়া খাইয়ে চোর সাব্যস্ত, স্বামীসহ গৃহকর্মীকে মারধরের অভিযোগ

পরের সংবাদ

আশুলিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘জনি’ ইয়াবাসহ গ্রেফতার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১৭ অপরাহ্ণ, ১২/০৬/২৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাব্বির হাসান জনি (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ । এসময় তার নিকট হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (১২ এপ্রিল ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে রবিবার (১১ জুন) রাত ১০ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ সাব্বির হাসান জনি (২৬) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার জাহিদুল ইসলাম জাগন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।