সাভার আশুলিয়া মুক্ত দিবস; স্মৃতির পাতায় ৭১

আগের সংবাদ

রাতেও আলোকিত জাতীয় স্মৃতিসৌধ

পরের সংবাদ

আশুলিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০৪ অপরাহ্ণ, ১৫/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে গাজীরচট এলাকায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের ৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক চিকিৎসা মনোবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুর রহমান ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ রানা ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল লতিফ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাশেম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম সিকদার।

উল্লেখ্য, আবুল হাশেম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রথম থেকে ৮ম শ্রেণীর ৫০জন  শিক্ষার্থীদের নিয়ে মেধাতালিকা চূড়ান্ত করা হয়।