নাসিরনগরে নৌকার এজেন্ট আবু সুফিয়ানের উপর হামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ২ জনের মৃতদেহ উদ্ধার, আটক ১

পরের সংবাদ

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ডা.এনামুর রহমান

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫৩ অপরাহ্ণ, ০৬/০১/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করলো আওয়ামী লীগ। একাদশ নির্বাচনে ভোটে চমক দেখিয়ে বিশাল জয়ের পর এবার চমক দেখা গেল সরকার গঠনেও। মন্ত্রীসভায় প্রাধান্য পেয়েছেন নতুনরা। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা ১৯ আসনের (সাভার-আশুলিয়া) সংসদ সদস্য ডা. এনামুর রহমান ।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ ব্যাপারে ডা. এনামুর রহমান জানান, আমি যে কাজে দক্ষ ও ভালো জানি আমাকে সেই কাজের জন্য নির্বাচিত করার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার দায়িত্ব পালনে সব সময় সুষ্ট ভাবে কাজে করে যাবো।

একাদশ সংসদ নির্বাচনে সরকার গঠনে এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে। ২৪ জন মন্ত্রীর মধ্যে নয়জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে তিনজন বাদে বাকি সবাই নতুন।