সব
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থিত আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদ (বাদশা) ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মুন্সির নেতৃত্বে এ শ্রদ্ধা জানানে হয়। এ সময় থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, যুগ্ন সাধারণ সমাপাদক মো: পলাশ ও মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভীন শিলাসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুলতানা মাহমুদ (বাদশা) বলেন, আশুলিয়ায় বসবাসকারী বেশিভাগ মানুষই শ্রমিক। আমি চেষ্টা করছি সুখে দুঃখে তাদের পাশে থাকার জন্য। আগামীতে সব সময় মেহনতী শ্রমিকদের কল্যানে কাজ করার চেষ্টা করবো। তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করবো। এটাই আমাদের প্রত্যাশা।