আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদের স্মরণ

পরের সংবাদ

সাভারে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদের স্মরণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৪৯ অপরাহ্ণ, ২১/০২/২১

সাভারে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদের স্মরণে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোবার রাত ১২টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এর পরেই সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি ম্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেসক্লাবে, আশুলিয়া থানা আওয়ামী লীগ, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগ, শ্রমিকলীগ ও সবুজ আন্দোলন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষও শ্রদ্ধা নিবেদন করেন।