সাভারের রোহান হত্যার ঘটনায় মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ব্রিজের মুখ বন্ধ করে কেমিকেল বর্জ্য ভরাট!

পরের সংবাদ

সাভারে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:১১ অপরাহ্ণ, ০৭/০২/২১

সাভারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এই কর্মসূচীর শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা করোনার টিকা গ্রহণ করেন। প্রথম ধাপে সাভার উপজেলার প্রায় ৮৮ হাজার লোক করোনার টিকা পাবেন বলে জানা গেছে।

টিকা গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে করোনার টিকা গ্রহণ করছে সাভারবাসী।

অন্যদিকে কর্মসূচীর প্রথম দিনে রোববার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। সেখানে প্রথমে টিকা গ্রহণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় মোট একশ’ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।