‘আশুলিয়া এক্সপ্রেস’ এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা

আগের সংবাদ

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

পরের সংবাদ

ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:২২ অপরাহ্ণ, ১৬/১২/২০

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসে শহীদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নেমেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আজ ভোরে ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন পর খুলে দেয়া হয় সাধারন মানুষের জন্য।

এরপর থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও সংগঠন তাদের নিজ ব্যানার নিয়ে শহীদের শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন। সব বয়সের সব শ্রেনীর মানুষের মিলন মেলা পরিনত হয়েছে স্মৃতিসৌধে।

একের পর এক শ্রদ্ধার ফুল গ্রহন করতে করতে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী ভরে উঠেছে ফুলে ফুলে। আর লাল সবুজের পতাকায় ঢেকে গেছে স্মৃতিসৌধ। সন্ধ্যা পযন্ত চলবে এই শ্রদ্ধা নিবেদন।

এরই মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা পরিষদ ও সাভার উপজেলা প্রশাসনের পক্ষে দুর্যোগ ব্যনস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা।