ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের প্রতীকী অনশন

আগের সংবাদ

শ্রমিকদের ৪০ শতাংশ বাড়িভাড়া মওকুফ করলেন আওয়ামী লীগ নেতা মঞ্জু দেওয়ান

পরের সংবাদ

সাভারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ নতুন আক্রান্ত ১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৪৫ অপরাহ্ণ, ১৯/০৫/২০

সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফায়ার সার্ভিসের চার সদস্য, সাভার মডেল থানার পুলিশের এক সদস্য, সাভারে শিল্প পুলশের ১ জন সদস্য ও আশুলিয়ার ১ জন সদস্যসহ ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৯ জনে। মোট মৃতের সংখ্যা চারজন।

মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. ফেরদৌসি আক্তার এর সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে তিনি আরো জানান, করোনা পরীক্ষার জন্য গত সোমবার ৬২ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। মঙ্গলবার এসব নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।