আশুলিয়ায় ভাড়াটিয়াকে হাতুড়ি পেটা

আগের সংবাদ

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পরের সংবাদ

সাভারে অবৈধ গ্যাস সংযোগ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪২ অপরাহ্ণ, ০৯/০৫/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারের রাজফুলবাড়িয়া এলাকার বিশ্বাষ গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানার পাশ দিয়ে যাওয়া তিতাসের মুল লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কারখানায় উৎপাদন করে আসছিলো।

বৃহস্পতিবার দুপুরে সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

গ্যাস সংযোগ বিছিন্ন কালে এসময় উপস্থিত ছিলেন তিতাসের উপ ব্যবস্থাপক মাহমুদ হাসান,সহ ব্যবস্থাপক আব্দুল মান্নান,কামরুল হাসান সেলিম,সাকিব বীন আব্দুল হান্নানসহআরো অনেকে।

এছাড়ও সংযোগ বিচ্ছিন্নকালে এ সময় তিতাসের ৪০ সদস্যের একটি শ্রমিক দল অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে কারখানা মালিকের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।