ধামরাই

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ; ৩ জন দগ্ধসহ আহত ৯

আগের সংবাদ

আশুলিয়ায় ডায়াগনষ্টিক থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ প্রক্রিয়া শুরু হবে; ড. তৌফিক-ই- এলাহী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:২৬ অপরাহ্ণ, ১৬/০৪/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

আগামী মাস থেকে শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে আবাসিক সংযোগও দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।

সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ে আজিম গ্রুপের গ্লোবাল স্টীল এন্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

এসময় তিনি আরও জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে কাতার থেকে আমদানীকৃত তরল গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ বাংলাদেশে এসে পৌছাবে। এতে করে প্রতিদিন ৫ কোটি ঘনফুট এলএনজি মূল গ্রীডে যুক্ত হবে। এলএনজি বহনকারী জাহাজ এসে পৌছানের পরই আগামী মাস (মে মাস) থেকে শিল্প কারখানার আবেদনকৃত নতুন সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি পরযায়ক্রমে আবাসিক সংযোগ দেওয়ারও প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।

আজিম গ্রুপের নব নির্মিত কারখানাটি উদ্বোধনকালে স্থানীয় সাংসদ এম এ মালেক ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল আজিম, বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানীর এমডি মাসুম আল বিরুনীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।