ধামরাই

আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ৩

পরের সংবাদ

সরকারি কর্মকর্তাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৪ অপরাহ্ণ, ১৩/১২/২৩

ঢাকার ধামরাইয়ে যৌথভাবে অভিযান চালিয়ে ৫ অপহরনকারীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়া, গাজীপুরের কোনাবাড়ি ও ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার মোসলেম প্রধানের ছেলে মোক্তার হোসেন,বরিশাল জেলার বিমানবন্দর থানার মৃত ধনুমৃধার ছেলে মোহাম্মদ আলী,নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সোবাহানের ছেলে হান্নান,বরিশাল জেলার সদর থানার হেমায়েত মিয়ার ছেলে মফিজুল ইসলাম সোহেল ও চাঁদপুর জেলার মৃত শাজাহানের ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর ধামরাই ঢুলিভিটা মসজিদ মার্কেটের সামনে থেকে ধামরাই উপজেলা উপ-সহকারি প্রসাশনিক কর্মকর্তা মোঃ আতাউর রহমানকে পাইভেটকারের মাধ্যমে অপহরন করা হয়। তিন ঘন্টা নির্যাতন করে ২ লক্ষ ১০ হাজার টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে হাতিয়ে নেয় অভিযুক্তরা। গ্রেপ্তারকারিদের থেকে ৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এস তাই রাজু মন্ডল বলেন, আসামীদের গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে।