আশুলিয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আগের সংবাদ

আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পালাতক

পরের সংবাদ

জঙ্গী বিরোধী সংগ্রামে আমরা একা নই, বন্ধু দেশগুলো পাশে আছে; স্বরাষ্ট্রমন্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩৭ অপরাহ্ণ, ১২/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

হামলাকারীরা ইসলাম ও দেশ বিরোধী কিছু দুষ্কৃতিকারী, কোন আইএসের সদস্য নয় ও ৭১ এর ঘাতকরা এখনো সুপ্ত বীজ, যখন সুযোগ পায় জ্বলে উঠার চেষ্ঠা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বিকেলে সাভার  বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, জঙ্গী বিরোধী সংগ্রামে আমরা একা নই, বন্ধু দেশগুলো পাশে আছে।

এসময় একই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিদেশ আর বাংলাদেশের জঙ্গীবাদ এক নয়। ৭১ এর ঘাতকরাই আজকের জঙ্গী।

এসময় তিনি আরও বলেন, দেশের জঙ্গীরা হলো জামায়াত, যারা দেশের স্বাধীনতা চায়নি। এরা ধর্মের নামে দেশে তান্ডবলিলা চালাচ্ছে। তারা দেশের অর্থনীতিকে পঙ্গুর করার জন্যই এই জঙ্গীবাদ। আর এসব মদদ দাতা ও পৃষ্ঠপোশকদাতার সঙ্গে কোন ঐক্য নয়।

সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে  এই সমাবেশে আরো উপস্থিত ছিলনে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে।