সাভারে বহুতল ভবন হেলে পড়ায় সিলগালা

আগের সংবাদ

আশুলিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

পরের সংবাদ

সাভারে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় আটক ৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৯ পূর্বাহ্ণ, ০২/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে ওষুধের দোকানে চাঁদাবাজি সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে আরো দুইজন পালিয়ে যায়।

সোমবার রাত ১০টার দিকে সাভারের ব্যাংক টাউন বটতলা এলাকার সরদার মেডিকেলে নামে এক দোকানে চাঁদাবাজির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় দোকানে ছিলেন রাজিবুর রহমানের ভাই আতাউল গনি মুন্না।

আটককৃতরা হলেন- সাভারের জালেশ্বর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. মহাসীন হোসেন বাবু, রেডিও কলোনির মৃত শফিকুর রহমানের ছেলে মঞ্জুর রহমান ও নয়াবাড়ি এলাকার মো. আব্দুল মতিনের ছেলে মো. খোকন।

আতাউল গনি মুন্না সাংবাদিকদের জানান, এক সপ্তাহ আগেও মহাসীন বাবু তার দলবল নিয়ে সরদার মেডিকেল থেকে ২৫ হাজার টাকা চাঁদা নিয়ে গেছেন। রাতে আবার চাঁদাদাবী করে, দিতে অস্বীকার করলে মহাসীন বাবু ও তার দলবল নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। একসময় চাঁদা না পেয়ে মুন্নাকে মারধর করে এবং অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা এগিয়ে আসে এবং সাভার মডেল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে সাভার মডেল থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।