ধামরাইয়ে ঘুমন্ত মাকে গলা কেটে হত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

সাভারে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৫৫ অপরাহ্ণ, ৩০/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে এইচএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘হায়ার এডুকেশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট’ আলোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ সেমিনারের আয়োজন করে।

সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সাভার, আশুলিয়া, ধামরাই এলাকার বিভিন্ন কলেজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হাফিজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবে ।

এ সময় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম. উমার আলী ও স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলী ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রওশন আরা বেগম।