গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের অনুমোদনের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

আগের সংবাদ

আশু‌লিয়ায় বি‌দেশী পিস্তল ও গুলিসহ আটক ১; ডিবি

পরের সংবাদ

সাভারে ৫ দিনব্যাপী বিজয় নাট্যোৎসবের উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৭ অপরাহ্ণ, ২২/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে জাগরনী থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিজয় নাট্যোৎসব।

বৃহস্পতিবার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে মো. আজমল আমীনের সভাপতিত্ত্বে প্রদীপ জালিয়ে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা: এনামুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত অলোচনা শেষে মাহফুজা হিলালীর রচনায় ও মেবাশিস ঘোষের নির্দেশনায় ‘রাজার চিঠি’ নাটকটি মঞ্চায়ায়িত হয়।

এই নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।

৫ দিনব্যাপী এই বিজয় নাট্যোৎসব চলবে আগামী ২৫ ডিসেম্বর পযন্ত। প্রতিদিন সন্ধ্যায় একটি করে মঞ্চ নাটক মাঞ্চায়িত হবে। পাশাপাশি এই উৎসবে দেশের বেশ কিছু গুনী নাট্য ব্যক্তিত্বদের সংবর্ধনা দেয়া হবে।