শ্রীলঙ্কার রাষ্ট্রপতির জন্য প্রস্তত জাতীয় স্মৃতিসৌধ

আগের সংবাদ

আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযান চলছে

পরের সংবাদ

মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আমরন অনশন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫১ অপরাহ্ণ, ১৫/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সড়ক দূর্ঘটনা দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামরা প্রত্যাহারের দাবিতে দুই শিক্ষার্থী আমরন অনশন শুরু করেছে। যতক্ষণ পরযন্ত মামলা প্রত্যাহার করার ব্যাপারে কোন উদ্দ্যেগ নেয়া না হবে তত সময় পরযন্ত এই অনশন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ওই দুই শিক্ষার্থী।

শনিবার বিকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই অমরন অনশন শুরু করেন ব্শ্বিবিদ্যালয়টির ঈংরেজি ৪২ততম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী পূজা বিশ্বাস।

এরা দু জনই দায়েরকৃত ওই মামলার আসামী। এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা জানিয়েছেন দুই শিক্ষার্থীর আমরন অনশনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাশনকে অবগত করা হয়ছে। এছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি রাষ্ট্রবাদী মামলা বলেও জানান তিনি।