গবিতে শিশুবান্ধব হাসপাতাল বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

আগের সংবাদ

আশুলিয়ায় স্কুল ছাত্রী ধর্ষিত

পরের সংবাদ

সাভারে সড়ক দূর্ঘটনায় পথচারীর মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:০৩ অপরাহ্ণ, ১৯/০৬/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহত পথচারীর নাম মোঃ ইসতিয়াক হোসেন (৩৬)। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন দীঘা গ্রামের তোরাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির আরিচাগামী ভিলেজ লাইন পরিবহনের দ্রুতগতির বাস ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ অতিক্রম করার সময় পিছন থেকে পথচারী ইসতিয়াককে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।