সাভারে শিল্পকলা একাডেমীর ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

আগের সংবাদ

আশুলিয়ায় আটক দুই জেএমবিকে আদালতে প্রেরন

পরের সংবাদ

সাভারে দুদুকের গণ শুনানী অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৪ অপরাহ্ণ, ০৯/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

“এবার আওয়াজ তুলুন” এ শ্লোগান‘কে সামনে রেখে সাভারে মানববন্ধন র‌্যালি ও গন শুনানি করেছে দূনীতি দমন কমিশন।

আজ মঙ্গলবার সকালে সাভার উপজেলা থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কে সামনে এসে শেষ হয় পরে মানববন্ধন করা হয়, শেষে উপজেলার হল রুমে গন শুনানি অনুষ্ঠিত হয় । এসময়  সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।

এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের দূনীতি নিয়ে দুদকের পরিচালকের কাছে অভিযোগ তুলে ধরেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে তিনি সব অভিযোগ শুনে পযায়ক্রমে তা ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সরকারী-বেসরকারী কর্র্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্ধ।