কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

আগের সংবাদ

হোঁচট খেল বার্সেলোনা, বড় জয় রিয়ালের

পরের সংবাদ

তুরাগে রহস্যজনক মৃত্যু, বাড়িতে শোকের মাতম

নেছার উদ্দিন খান

প্রকাশিত :৫:১১ অপরাহ্ণ, ০৭/০১/২২

ঢাকার তুরাগ এলাকায় সড়কে রহস্যজনক ভাবে নুরে আলম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের আশুরিয়ার বাড়িতে শোকের মাতম চলছে।

শুক্রবার (০৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে আশুলিয়ার মধ্যগাজিরচট এলাকায় তার মরদেহ আনা হয়।

এরআগে, বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের তুরাগ থানার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরে আলম আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মাটির মসজিদ এলাকার মৃত হাজী হুমায়ুনের ছেলে।

নুরে আলমের ছোটো ভাই বলেন, গতরাত ১ টার দিকে কেউ একজন তাকে ফোন করে আশুলিয়ার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ভোর চারটার দিকে আমাদের ফোন আসে নুরা মারা গেছে। রাস্তায় দুর্ঘটনায় পড়ে আছে। পরে আমরা তুরাগ থানায় যাই।

এ বিষয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, আমি রাতের ডিউটিতে ছিলাম৷ খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহর শরীর ক্ষতবিক্ষত ছিলো। তার মস্তিষ্ক বের হয়ে রয়েছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তা পারহওয়ার সময় কোনো অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।