তুরাগে আবারও পাওয়া গেলো ৫ মনের মৃত ডলফিন

আগের সংবাদ

তুরাগে রহস্যজনক মৃত্যু, বাড়িতে শোকের মাতম

পরের সংবাদ

কারচুপির অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নেছার উদ্দিন খান

প্রকাশিত :১:০০ অপরাহ্ণ, ০৫/০১/২২

সাভারের আশুলিয়ায় ভোট কেন্দ্রে ব্যপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: আল কামরান।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন তিনি।

সকালের দিকে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে।

এ অবস্থায় বেলা ১২টায় মো: আল কামরান (লাঙ্গল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক ও ইয়ারপু্র ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

আল কামরান বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। ১ নং কেন্দ্র ও ৭ নং কেন্দ্র আমার কেউ নেই। ভোটাররা গিয়ে দেখে আগেই ভোট হয়ে গেছে। এ অবস্থায় আমি ভোট বর্জন করছি।

প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।’

 

এই বিভাগের সর্বশেষ