বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন: বাৎসরিক ওরশ শরীফে বাঁধা ও চাঁদা দাবি

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৩২ অপরাহ্ণ, ১৯/০১/২৫

আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের বাৎসরিক ওরশ শরীফে বাঁধা ও চাঁদা দাবির বিরুদ্ধে মানববন্ধন করেছে আশুলিয়ার হিজড়া সম্প্রদায়। এ সময় তারা স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য প্রশাসনের সাহায্য চান।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৫ টায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকার হিজড়া কলোনীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় হিজড়া সম্প্রদায়ের সদস্যরা বলেন, স্থানীয় কিছু ব্যক্তি ওরশ শরীফ অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি ও চাঁদা দাবি করছেন। ওরশ শরীফ পালন করতে হলে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে। এছাড়া ওরশ মোবারকে জুয়া বসানোর চেষ্টা করছেন। তারা জুয়া চালাতে না দিলে ওরশ পালন করতে দিবে না বলে হুমকি দিচ্ছে। আমরা অন্যায় কিছু করছি না। আমাদের ওরশ পালনে প্রশাসন অনুমতি দিলেও তারা আমাদের নানাভাবে বাঁধাগ্রস্ত করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিখা ভান্ডারী বলেন, আমাদের সরকার প্রদত্ত জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করছি, কিন্তু স্থানীয় মাসুদ ও তার সহযোগীরা আমাদের জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে। তারা আমাদের বাউন্ডারি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে এবং আমাদের ৬টি গরু চুরি করেছে। এসব বিষয় আইনগতভাবে মোকাবেলা করছি, তবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওরশ শরীফ পালিত হবে। সেই ওরশে মাসুদ গং তিন লাখ টাকা চাঁদা দাবি করছে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি

স্থানীয় বাসিন্দা শিপন বলেন, প্রায় ৭ থেকে ৮ বছর আগে হিজড়া সম্প্রদায়ের লোকজন আমাদের এলাকায় আসে। তারা অত্যন্ত ভাল মানুষ। আমরা যতদূর জানি তারা মানুষের কোন ক্ষতি করে নি। তারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়। তাদের ওপর কেউ জুলুম করা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। 

এ মানববন্ধনে প্রায় শতাধিক হিজড়া সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।