সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক জিয়া

আগের সংবাদ

আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন: বাৎসরিক ওরশ শরীফে বাঁধা ও চাঁদা দাবি

পরের সংবাদ

বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩২ অপরাহ্ণ, ১৪/০১/২৫

ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪ কারখানা খুলে দেওয়াসহ নানা দাবিতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এই মানববন্ধন বেক্সিমকোর প্রায় ২৫ হাজার পোশাক শ্রমিক অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীবাজার থেকে নবীনগর পর্যন্ত তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, আন্দোলনের পর গত বছরের ডিসেম্বর মাসের ১৭ তারিখে শ্রমিকদের বেতন প্রদান করা হয়। এর পর থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ১৪ টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়। তখন থেকে কারখানার শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। বাসা ভাড়া, দোকান বিল দিতে পারছে না। লে-অফ হওয়ায় ফুল বেতন থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। খেয়ে না খেয়ে ৫ মাস অতিবাহিত করেছে শ্রমিকরা। এভাবে চলতে পারে না। এসব কারখানায় কর্মরত প্রায় ৪০ হাজার পরিবার অনিশ্চয়তায় ভুগছেন। দ্রুত কারখানা গুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।

ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক আব্দুর রহমান বলেন, আমাদের কারখানা গত ডিসেম্বর মাস থেকে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া প্রায় ৫ মাস ধরে আমরা ফুল বেতন পাই না। আমরা দুই বেলা সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। আমার মত ৪০ হাজার পরিবারের একই অবস্থা। এভাবে চলতে থাকলে ৪০ হাজার পরিবার না খেয়ে মরে যাবে। তাই সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্বে আমাদের কারখানা খুলে দেওয়া হোক।

এদিকে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্থানীয় সান সিটি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা। এসময় তারা জানান, আগামী শনিবাররের মধ্যে বেক্সিমকোর কারখানা খুলে না দিলে পরবর্তী কর্মসূচীতে যাবেন শ্রমিক।

উল্লেখ যে, বেতনের দাবিতে গত ডিসেম্বর মাসে দফায় দফায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বেতন প্রদান করে কারখানাগুলো লে-অফ ঘোষণা করা হয়।