আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন: বাৎসরিক ওরশ শরীফে বাঁধা ও চাঁদা দাবি

আগের সংবাদ

আশুলিয়ায় বিএনসিসিতে নৌ উইং ক্যাম্পিং অনুষ্ঠিত

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৩৭ অপরাহ্ণ, ১৯/০১/২৫

সাভারের আশুলিয়ায় বেপরোয়া যাত্রীবাহী বাস চাপায় শিলা বালা (২৭) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় জড়িত ঘাতক বাসের চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিলা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখী গ্রামের প্রবাশ চন্দ্রর মেয়ে। তিনি স্বামী রঞ্জনের সাথে তার মেয়ে সহ নরসিংহপুর এলাকায় ভাড়া থেকে বাংলাবাজারের হা-মীম গ্রুপের আর্টিস্টিক ডিজাইন লিঃ (এডিএল) পোশাক কারখানায় ফিনিশিং বিভাগে অপারেটর হিসাবে কাজ করতেন।

প্রাথমিকভাবে আটক বাসের চালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। 

প্রত্যক্ষদর্শী মোঃ নোমান বলেন, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় ওই নারীকে আশুলিয়া স্মার্ট পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় জনতা বাসসহ এর চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

পুুলিশ জানান, বিকেল ৫ টার দিকে কারখানা ছুটি হলে বাংলাবাজার থেকে নরসিংহপুর বাস স্ট্যান্ডে আসেন ওই নারী শ্রমিক। পরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক পারাপারের সময় আশুলিয়া স্মার্ট পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় শিলা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসটির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।