চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, বললেন পুতিন

আগের সংবাদ

ম্যাচ হারায় গোলরক্ষকের ওপর হামলা, মাঠে নিষিদ্ধ ৪০ বছর

পরের সংবাদ

৮০ বছরে ১৬৫৮ বই পড়েছেন দাদি, নাতির পোস্ট ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :১১:৩৯ পূর্বাহ্ণ, ২২/০৩/২৩

বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতে মোবাইল, ট্যাব, ল্যাপটপ। এর কারণে পাল্লা দিয়ে কমছে বই পড়ার আগ্রহ। কিন্তু এখনো অনেকে আছেন যাদের বই পড়ার ইচ্ছা অনুপ্রেরণা যোগায়। সে রকমই একটি নথি টুইটারে শেয়ার করেছেন বেন মেয়ার্স নামে এক ব্যক্তি।

তিনি শেয়ার করেছেন, কীভাবে তার দাদি গত ৮০ বছর ধরে যে ক’টি বই পড়েছেন তার প্রত্যেকটির হিসাব রেখেছেন।

বেন নিজে অস্ট্রেলিয়ার আলফাক্রুসিস ইউনিভার্সিটি কলেজের স্নাতক গবেষণা স্কুলের ডিরেক্টর। তিনি টুইটারে একটি নথির ছবি পোস্ট করেছেন, যেখানে তার ৯৪ বছরের ঠাকুমা ১৪ বছর বয়স থেকে যা যা বই পড়েছেন তার সব কয়টির নাম লেখা রয়েছে। বেন লিখেছেন, ‌‘প্রায় এক শতাব্দী ধরে একজন ব্যক্তির মনের আশ্চর্যজনক সংরক্ষণাগার।’

বেনের ঠাকুমা যে কয়টি বই পড়েছেন সব ক’টির নাম লেখকের নাম-সহ সাল অনুযায়ী নথিভুক্ত করা রয়েছে। বেনের হিসাব অনুযায়ী, তার ঠাকুমা গত ৮০ বছরে মোট ১,৬৫৮টি বই পড়েছেন। অর্থাৎ ১৫ দিনে গড়ে একটি করে বই পড়ে সম্পূর্ণ করেছেন বৃদ্ধা।

বেন আরো লিখেছেন, ‘ঠাকুমা নিজের পড়াশোনা শেষ করার সুযোগ পাননি। এ রকম এক জনের পক্ষে এতগুলি বই পড়ে শেষ করা সহজ কথা নয়।’

বেনের এই পোস্ট মুগ্ধ করেছে অনেক টুইটার ব্যবহারকারীকে। অনেক শেয়ার এবং রিটুইটও হয়েছে পোস্টটি। এ রকম বইপোকা আজকের যুগে বিরল।