অধ্যক্ষর মেয়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় শিশু ছাত্রীদের পিটিয়ে আহত করলো শিক্ষক

আগের সংবাদ

সাভারে চলন্ত বাসে দুই ছাত্রীর জামা কাটার অভিযোগে আটক ১

পরের সংবাদ

সাভারে ৫ ইটভাটায় অভিযান, অবৈধ ভাটাগুলো বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :৮:৫৫ অপরাহ্ণ, ১৬/০৪/২২

ঢাকার সাভারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে ৫ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়াপুর ও আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট ভাটার অনুমতি না থাকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিকস ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিকস আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিন বাজার চাঁনপুড় এলাকায় এইচ‌এমবি ব্রিকস, একেবি ব্রিকস ও সোনার বাংলা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ এলাকায় অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে৷ একএক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।