যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী, এবার ফাঁসালেন ইউপি সদস্যকে

আগের সংবাদ

আশুলিয়ায় জুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হাত ভেঙে দেয়ার ঘটনায় মামলা

পরের সংবাদ

নারীর শ্লীলতাহানি ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :৯:০৮ অপরাহ্ণ, ০৩/০৩/২২

জুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিম উদ্দীনের বাড়িতে  মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে ফাতেমা আক্তার মুন্নী নামে এক নারীর শ্লীলতাহানি ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে রক্ষা করতে এলে মারধর থেকে রক্ষা পায়নি নির্যাতিতা মুন্নির অন্তঃসত্ত্বা চাচিও। এসময় ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। দরজা-জানালায় কোপানো হয় রামদা দিয়ে। ভুক্তভোগীদের অভিযোগ সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার সালমা আক্তারের নেতৃত্বে রায়হান, জাহাঙ্গীর, টিপু শামীম,হামিদ, নুতু সহ স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বুধবার বিকেল পাঁচটায় আনুমানিক ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।

জানা যায় বাসাইদ এন্টারপ্রাইজ নামে ফ্রেবিকা গার্মেন্টসে ৫৪ জনের একটি সংঘবদ্ধ ব্যবসায়ী দল জুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন প্রায় ১৪ বছর যাবৎ। জানুয়ারি ২০২২ থেকে সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার সালমা আক্তার বাসাইদ এন্টারপ্রাইজ বাদ দিয়ে কৌশলে তার নিজের নামে সালমা এন্টারপ্রাইজ নামে নতুন চুক্তিপত্র করে নেন । এর পর থেকে সব সদস্যকেই ব্যবসা থেকে বাদ দেয়া হয়। হিসাব চাওয়া হলে হিসাব না দিয়ে তালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকায় ব্যাবসায়িক অংশীদাররা প্রতিবাদ করলে প্রথমে হামলা ও পরে মামলায় জড়ানো হয়। ফলে মামলার ভয়ে পুরুষ শূন্য এসব পরিবার। এতেই ক্ষান্ত না হয়ে সব শেষ সালমা তার এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করতে গিয়ে এমন অতর্কিত হামলার পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য স্থানীয়দের। হামলার বিষয়ে মহিলা মেম্বার সালমা আক্তার প্রতিবেদককে জানান এ বিষয়ে তিনি কিছুই জানেননা।