দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আশুলিয়ায় যুবলীগ নেতা বাদল শেখকে শোকজ

আগের সংবাদ

৬ তলা ভবনের ছাঁদ থেকে ইট পড়ে শিশু আহত

পরের সংবাদ

শোক দিবস উপলক্ষে আশুলিয়ায় আ.লীগের ত্রাণ বিতরণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪৮ অপরাহ্ণ, ২৮/০৮/২১

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় আশুলিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদদের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হতদরিদ্র-অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

শনিবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বটতলা মাঠে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী মোঃ ইমতিয়াজ আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা লিয়াকত দেওয়ান, ইউপি সদস্য আবু তাহের মৃধা, ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন চৌধুরী দ্বীপ প্রমুখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে অতিবিলম্বে ফাসির দাবি জানান।

সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহতদের সকলের রুহের মাগফিরাত কামনা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।

এ সময় উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।