স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ

আগের সংবাদ

সকালে ১ ঘন্টার জন্য উন্মুক্ত ছিলো স্মৃতিসৌধ

পরের সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২৩ পূর্বাহ্ণ, ২৬/০৩/২১

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ভোর ৫টা ৫৫ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ । এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানেরাও উপস্থিত ছিলেন।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন। এ বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে সর্বস্তরের বাঙালি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।