অবশেষে ‘পরাজয়’ মেনে নিলেন ট্রাম্প

আগের সংবাদ

সাভারে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে মা-বাবার সংবাদ সম্মেলন

পরের সংবাদ

তাজরীনের গেটে নিহতদের স্মরণে ফুলের শ্রদ্ধা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৯ অপরাহ্ণ, ২৪/১১/২০

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনার আট বছর পূর্তি উপলক্ষ্যে নিহত শ্রমিকদের স্মরণে কারখানার গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিহতের স্বজনরা ও শ্রমিক নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮ টা থেকেই কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে নিহতের স্বজনরা বলেন, আজ আট বছর অতিবাহিত হলে আমাদের শ্রমিকরা তেমন কোনো ক্ষতিপূরণ পায়নি। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও অবিলম্বে হত্যাকারীদের মামলার নিস্পত্তির দাবি জানান তারা।

উল্লেখ্য যে, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনে হঠাৎ করেই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। সে ঘটনায় নিহত হয় ১১৩ জন শ্রমিক। এছাড়াও আহত হয় দুই শতাধিকেরও বেশি শ্রমিক।