সাভারে চার ইট ভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ সুন্দরী তরুণী আটক

পরের সংবাদ

রাজাকারের তালিকায় সাভারের ১৫ জনের নাম

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:১৫ অপরাহ্ণ, ১৮/১২/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল শামসদের মধ্যে ১০ হাজার ৭৮৯ জনের নাম দিয়ে প্রথম পর্বের যে তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট তাতে সাভারের ১৫ জন রাজাকারের নাম পাওয়া গেছে।

বুধবর (১৮ ডিসেম্বর) সকালে ১০টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে থাকা প্রথম পর্বে প্রকাশিত পুরো তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে গত ১৫ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট।

রাজাকরের তালিকায় থাকা নামগুলো হলো – লাল মোহাম্মদ খান ভারারি গ্রামের সাবেব খানের ছেলে, আব্দুস সুবহান মোল্লা কুন্ডা গ্রামের ওয়ারেস মোল্লার ছেলে, ফায়জুদ্দিন আহমেদ বড়দেশী গ্রামের তনু মিয়ার ছেলে, আব্দুল মজিদ খান কাশেমপুর গ্রামের সোফেদার খানের ছেলে, সন্তোষ কুর সরকার লালের টেক শিমুলিয়া গ্রামের প্রহাল কুর সরকারের ছেলে, মুক্তার হোসেন রস্তমপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে, কামাল উদ্দিন আহমেদ সাভার গ্রামের মৌলভী দুদু মিয়ার ছেলে, আব্দুল জব্বার হরিণধরা গ্রামের আব্দুল লতিফের ছেলে, আলী মোল্লা ফুলবাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, রুহুল আমিন গাছুবাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে, আসকার আলী হারান নগর গ্রামের আকবর আলির ছেলে, নরুল ইসলাম খান পার্বতী নগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে, তোতা মিয়া সাভারের ইউসুফ আলী মাদবরের ছেলে, আজগর আলী শিমুলিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে, হজরত আলী জাদুর চর গ্রামের ওহাব আলীর ছেলে।

এছাড়া ঢাকার ধামরাইয় উপজেলার আকরাম, পান্নু, মোজামম্মেল হক ও চাঁন মিয়াসহ আট জন্য ব্যাক্তির নাম সেই তালিকায় রয়েছে৷