আশুলিয়ায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় মহাসড়কে ঝড়লো নারী শ্রমিকের প্রাণ

পরের সংবাদ

সাভারে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ২

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:৫৩ অপরাহ্ণ, ১৪/০২/২৫

সাভারের সালেহপুর ইউটার্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় অভিযান চালায় সাভার হাইওয়ে থানা পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬ হাজার ৮২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল।আটককৃত কাভার্ড ভ্যানের চালক মো. শাহাবুল আলম (২৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী মো. আইয়ুব আলী পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ