সব
সাভারের আশুলিয়ায় এক নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।
এর আগে বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়ার শিকদারবাগ ধলপুর এলাকার বাদশা মিয়ার ছেলে আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুর জেলার জাজিরা থানার গুলারচর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন (২২)। তারা সবাই আশুলিয়ার খেজুটেক ও পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় মাদক কারবারি অবস্থান করছে। সেসময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে ১ হাজার ২১০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।