আশুলিয়ায় বিএনসিসিতে নৌ উইং ক্যাম্পিং অনুষ্ঠিত

আগের সংবাদ

আশুলিয়ায় ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পরের সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৫৭ অপরাহ্ণ, ২৭/০১/২৫

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক এ গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টার দিকে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়, এবং তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ডা. এনামুর রহমান ২০১৪ সালে ঢাকা-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সালেও একই আসন থেকে জয়ী হন। তিনি শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

এই বিভাগের সর্বশেষ