সাভার পৌর ছাত্রলীগের সভাপতিকে স্থায়ী বহিষ্কারসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আগের সংবাদ

সাংবাদিক পরিচয়ে ব্লাকমেইলের অভিযোগ, আটক ২

পরের সংবাদ

আশুলিয়ায় ফার্মেসিতে হামলা-ভাংচুর, আহত ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৮ পূর্বাহ্ণ, ১৫/০৫/২৩

সাভারের আশুলিয়ায় এক ওষুধ ব্যবসায়ী ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ফার্মেসিতে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়।

শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া শ্রীপুর এজিজ গেট এলাকার সিআরপি মার্কেটের আশা মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর খান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন- আশা মেডিকেল হলের মালিক মোঃ জাহাঙ্গীর খান (২৯) ও তার ভাই অলমগীর হোসেন (৩৬)। তারা আশুলিয়ার মধুপুর নতুন নগর এলাকার মৃত মকবুল খানের ছেলে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার শ্রীপুর তালটেক এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আজিজুল হক (২৫) ও তার স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২মে রাত সাড়ে ৮টার দিকে নিজ ফার্মেসিতে বসে তাদের বাড়ীর বিল্ডিং তৈরীর কন্ট্রাকশন কাজের হিসাব করতে ছিলেন ভুক্তভোগী ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁন। এমন সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আজিজুলসহ অজ্ঞাত ৩/৪জন হাতে লোহার রড, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে ফার্মেসির ভিতরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ী ভাবে মারতে থাকে। এ সময় অভিযুক্ত আজিজুল তার হাতে থাকা লোহার রড দিয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিতে গেলে, ভুক্তভোগী ওই আঘাত বাম হাত দিয়ে প্রতিহত করে। এতে তার বাম হাতের কব্জীর উপরে লাগে হাড় ফেটে যায় এবং গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরে সে দোকানের মেঝেতে লুটাইয়া পড়লে অভিযুক্তরা তার দোকানের ক্যাশ বাক্স থেকে বিল্ডিং ঠিকাদারের জন্য রক্ষিত ৩ লক্ষ টাকা নিয়ে নেয়। এ সময় অন্যান্যরা তাদের হাতে থাকা কাঠের বাটাম ও লাঠি সোটা দিয়ে দোকানের কাউন্টার টেবিল ও গ্লাস ভাংচুর করে। যাতে তার অনুমানিক ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।

এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীর ডাক চিৎকার তার বড় ভাই আলমগীর হোসেন এগিয়ে আসলে অভিযুক্তরা লোহার রড দিয়ে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পার্শ্বে আঘাত করে। এতে তার ভাইয়ের মাথা ফেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এছাড়াও তার ভাইয়ের ডান হাতের কব্জী সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে সেও মাটিতে লুটিয়ে পড়লে তাদেরকে প্রাননাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। পরে পার্শ্ববর্তী দোকানদার ওই ব্যবসায়ী ও তার ভাইকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর খান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর খান বলেন, আমি এই হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে আমি আমার ছিনতাই হওয়া টাকা ফেরত চাই।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত আজিজুল হকের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।

এ বিষয়ে আশুলিয়া থানায় উপ-পরিদর্শক এসআই শাহীন আহমেদ নয়ন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।