২৪ ঘন্টা পর জামিন পেলেন ইমরান খান

আগের সংবাদ

পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ

পরের সংবাদ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ধর্ম ডেস্ক

প্রকাশিত :১১:০৯ পূর্বাহ্ণ, ২২/০২/২৩

কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় আবু সালেহ (৫০) নামের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে এনামুল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

এনামুল হক জানান, চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে গিয়ে আল্লাহর বিধান ও মহানবী (সা.) এর শিক্ষা থেকে ছাত্রীদের কেন দূরে সরানো হচ্ছে প্রশ্ন করলে প্রধান শিক্ষক মহানবী (সা.) সস্পর্কে কটূক্তি ও কোরআন সম্পর্কে বিভ্রান্তমূলক কথা বলেন। এবং তাদের সঙ্গে অসদাচরণ করেন। পরবর্তীতে অভিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে ধর্মপ্রাণ মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবি করেন। এবং একজন অভিভাবকের স্বীকারোক্তির ধারনকৃত ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি তার নজরে এলে একজন মুসলমান হিসেবে তার শাস্তির দাবিতে মামলা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, (২১ ফেব্রুয়ারী) বুধবার রাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।