ছোট পোশাকে প্রশংসায় ভাসছেন কোয়েল মল্লিক!

আগের সংবাদ

১৮০০০ টাকা বেতনে চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

পরের সংবাদ

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ৪৫ হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :১:০৮ অপরাহ্ণ, ১৮/০২/২৩

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ হাজারের বেশি। এর মাঝে তুরস্কে ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার পর থেকে চলছে উদ্ধার অভিযান। এদিকে ভূমিকম্পের ১২তম দিনে এসে ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। সূত্র- আল জাজিরার।

প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। একই সঙ্গে চলছে উদ্ধার অভিযান এবং ত্রাণ সহায়তা।

এর অংশ হিসেবে জাতিসংঘের ত্রাণ নিয়ে ১৭৮টি ট্রাক তুরস্ক থেকে সিরিয়ায় গিয়েছে। এগুলোতে জাতিসংঘের ৬টি সংস্থার বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে।

এই ‘শতাব্দীর ভয়াবহতম’ এ ভূমিকম্পে মোট ৫০ হাজার ৫৭৬টি ভবন ধসে পড়েছে।