মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় এস এটিভির ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পরের সংবাদ

অভিযান হলেও বন্ধ হয় না অবৈধ গ্যাস সংযোগ

নেছার উদ্দিন খান

প্রকাশিত :৮:৪৭ অপরাহ্ণ, ১৮/০১/২২

সাভারের আশুলিয়ায় দফায় দফায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও ভুতুড়ে ভাবে আবারও কোন এক মাধ্যমে ঠিকই অবৈধ গ্যাস সংযোগ লেগে যাচ্ছে বাসা-বাড়িতে বা খাবার হোটেলে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটি এলাকায় অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিস।

আজ দিন ব্যাপী আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান চালানো হয়। এতে সেই এলাকার প্রায় ৫০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পাইপ ও রাইজার খুলে নিয়ে যাওয়া হয়।

এসব বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, এই এলাকায় এখন পর্যন্ত চার-পাঁচ বার অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা মামলাও দিয়েছি দোষীদের বিরুদ্ধে। আজও এই উচ্ছেদ অভিযান সকাল দশটা থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে এক কিলোমিটার এলাকার ৫০০ বাসা-বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ এবার অভিযানের বিষয়ে অফিসে সবার সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আশুলিয়া থানা পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ৪০ জনের একটি দল দিনভর অভিযান চালায়।