সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ

আগের সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

পরের সংবাদ

সাভারে করোনায় আরও ১ জনের মৃত্যু, মোট ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৪০ পূর্বাহ্ণ, ১৭/০৫/২০

সাভারে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্তায় ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এ নিয়ে সাভারে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে।

শনিবার (১৬ মে) সকালে সাভারে হেমায়েতপুরের শ্যামপুরে এলাকায় তার নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন।

জানা যায়, সাভারে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৭ জন, মৃত্যু বরন করেছেন ০৩ জন, বাকী সবাই বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, করোনা আক্রান্তে  মারা যাওয়া বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকার পরীক্ষার পর তাঁরা করোনা ‘পজেটিভ’ ধরা পরে। এর পর তিনি একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ তিনি বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তিনি মারা যান।

প্রসঙ্গত যে, আক্রান্তদের মধ্যে মারা যাওয়া তিনজনের দুই জনই বৃদ্ধ। অপর দুইজন সাভারের কাউন্দিয়ায় ও আশুলিয়ায়র বাসিন্ধা ছিলেন।