আশুলিয়ায় ৭শত টাকার জন্য প্রাণ গেলো রিক্সসা চালকের

আগের সংবাদ

সাভারে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

পরের সংবাদ

সাভার থানায় পুলিশের মৃত্যু; তদন্ত কমিটি গঠন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:১৬ অপরাহ্ণ, ২৬/১১/১৭

মেহেদী হাসান শাওন:

সাভারে থানায় এস আই তাহমিনা বেগম ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটানায় পুলিশের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার বিকালে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান মুঠোফোনে তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো.সাইদুর রহমানকে প্রধান করে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও সাভার মডেল থানার ওসি (তদন্ত) শওগাতুল আলমসহ তিন সদস্যদের কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সওঘাতুল আলম জানান,  ময়না তদন্ত শেষে তাহমিনা মরদেহ বাবা আবদুস সালামের বাড়ি ময়মনসিংহ মুক্তগাছার পাঠানো হবে। সেখানেই পারিবারিকভাবে দাফনের কথা রয়েছে।

উল্লেখ, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সাভার মডেল থানার ভিতরে কোয়াটার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মডিকেল মর্গে পাঠানো হয়।