রোজার মাসে যেভাবে দাঁত ও মুখের যত্ন নেবেন

আগের সংবাদ

আশুলিয়ায় অভিনেতা এ আর মন্টুর বাসায় কাজের ছেলে গুলিবিদ্ধ

পরের সংবাদ

সাভারে ভেজাল পণ্য উৎপাদান ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩৮ অপরাহ্ণ, ৩০/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে ভেজাল পণ্য উৎপাদান ও বিক্রির জন্য বাজারে সরবরাহের দায়ের সেমাই তৈরির কারখানা সহ তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে র্যাব ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মো. গাউছুল আজম আলম ও বি এস টি আইয়ের সহকারী পরিচালক কে এম হানিফের নেতৃত্ত্বে সাভারের হেমায়েতপুর ও গেন্ডায় এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিট্রেট জানান, রোযা ও ঈদ ঘিরে অনেক অসাধু ব্যবসায়ীরা ভেজাল পণ্য তৈরিতে সক্রিয় হয়ে উঠে। সেই ধারাবাহিকতায় বনফুল এন্ড কোং সাভারের হেমায়েতপুর শাখায় ভেজাল পন্য তৈরি বিক্রির দায়ে ৩ লাখ টাকা ও ইসলাম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১ লাখ টাকা। এছাড়া গেন্ডায় ভেজাল ও অনুমোদন বিহীন সেমাই ও চনাচুর তৈরির দায়ে কারখানাকে ৫ লাখ টাকা সহ মোট ৯ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। বিশেষ করে রোযা ও ঈদ উপলক্ষ্যে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।