সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের হেমায়েতপুর থেকে প্রায় ৬ কিলোমিটার গাবলতী পযন্ত দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে।এতে মানুষ চরম দুভোর্গে পড়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টার পর থেকেই এই যানযটের সৃষ্টি হতে থাকে। তবে গাবতলীর পর এই যানযটের কারণ বলে জানিয়েছেন সাভারের ট্রাফিক পুলিশের ইনচার্জ ফারহাদ হোসনে।তিনি আরও জানান, গাবতলীতে পর একটি গাড়ি বিকলের কারণে এই যানযটের সৃষ্টি। পাশাপাশি বৃষ্টি কারনে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুন বাড়িয়ে তুলেছে। যানযট নিরসনে আমরা কাজ করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।তবে প্রায় ৩ ঘন্টার পর সকাল ১১ টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।