আশুলিয়ায় লিফট ছিড়ে টেকনিশিয়ান নিহত

আগের সংবাদ

আশুলিয়া ছয় শতাধিক পাখি সহ আটক ১; বন বিভাগ

পরের সংবাদ

আশুলিয়ায় স্কুল ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত; শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৭ অপরাহ্ণ, ২৯/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কবীর নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট একাডেমির এক শিক্ষক শহীদুল। এঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষর্থীর মা।

বুধবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল ক্যাডেট একাডেমীর আবাসিকে এঘটনা ঘটে। আহত কবীরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

student-pic-2

আহত কবীরের মা আক্তারা বেগম জানান, রাতে আবাসিকের সপ্তম শ্রেণীর কক্ষে শিক্ষক শহীদুল ক্লাস নিতে আসে। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র   শহীদুল কবীরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শহীদুল স্কেল দিয়ে আঘাত করে কবীরকে আহত করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করে বলেন, এঘটনার বিচার চেয়ে স্কুল কতৃপক্ষের কাছে যায়। পরে তারা বিচারের অস্বীকৃতি করলে বাধ্য হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদ বিষয়টি স্বীকার করে জানান তদেন্তর মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি ) মহসিনুল কাদীর  জানান,আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।