রানা প্লাজার স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবিতে সমাবেশ

আগের সংবাদ

ধামরাইয়ে পাঁচ ইট ভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা

পরের সংবাদ

আশুলিয়ায় এমএলএম প্রতারক পলাশের বিরুদ্ধে থানায় অভিযোগ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:০৫ অপরাহ্ণ, ২৮/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) নামে আশুলিয়ায় লক্ষ লক্ষ টাকা লুটে নিচ্ছে এ এন্ড ট্রেড কর্পোরেশন লিঃ নামের এক কোম্পনী। কিছু ইলেক্টোনিক্স পণ্য বিক্রি বা বীমার নামে তারা সাধারণ মানুয়ের সাথে প্রতারণার ফাঁদ পেতেছে, আকর্ষনীও বেতন, উচ্চতর কমিশনসহ নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এদিকে এই কোম্পানীর মালিক পলাশ ওরফে মামুন চৌধুরীসহ একাধিক ব্যাক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতরনার শিকার এক ভূক্তভোগী।

বৃহষ্পতিবার বিকেলে এ অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম নামের এক ভূক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারণার শিকার রফিকুল ইসলাম বীমা বাবদ ভর্তিতে ফরম এর জন্য ৫৫০ টাকা প্রদান করেন। এবং পরে আরো ৭০০০ টাকা প্রদান করেন। তিনি কয়েক বার টাকা ফেরত চাইলেও টাকা ফেরত পাননি। বরং ভুক্তভোগী রফিকুল ইসলামকে বিভিন্ন ধরনের ভয়ভ্রীতি দেখাচ্ছেন।

এ ব্যাপারে অভিযোগ কারী রফিকুল ইসলাম বলেন, আমাকে চাকরী দিবে বলে ফরম বাবদ ৫৫০ টাকা নিয়েছে, পরে বীমার কথা বলে আরো ৭ হজার টাকা নেয়। সর্বমোট তারা ৭ হাজার ৫ শত ৫০টাকা নিয়েছে। শুধু আমার নিকট৫ হতে নয় এ রকম আরো ২০-২৫ এর কাছ থেকে নিয়েছে বলে আমার জানা আছে।

এ ব্যাপারে এ এন্ড ট্রেড কর্পোরেশন লিঃ এর চেয়ারম্যান পলাশ ওরফে মামুন চৌধুরী বীমা ও এমএলএম এর কথা অস্বীকার করলেও প্যাকেজ আকারে পণ্য বিক্রয়ের কথা স্বীকার করেন।

অন্যদিকে পলাশ ওরফে মামুন চৌধুরী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবহিত মটরসাইকেল এর সামনেও সাংবাদিক লেখা স্টিকার লাগিয়ে দিয়ে তার প্রতারণা ব্যবসা চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পর্দিশক আজহারুল ইসলাম জানান, তিনি এখনো অভিযোগ কপিটি হাতে পাননি, হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।