সাভারে চিহিৃত মাদক ব্যবসায়ী দম্পতি আটক; র‌্যাব-৪

আগের সংবাদ

সাভারে ৫ দিনব্যাপী বিজয় নাট্যোৎসবের উদ্বোধন

পরের সংবাদ

গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের অনুমোদনের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৩৪ অপরাহ্ণ, ২০/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অনুমোদনের দাবীতে ২য় দফায় আন্দোলনে নেমেছে কয়েক হাজার শিক্ষার্থী।
বুধবার সকাল থেকে আশুলিয়ার নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জালিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
গত ৬ মাস আগে একই দাবীতে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমাধানের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। তবে দীর্ঘ সময় পাড় হলেও কোন সমাধান না হওয়া আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রধান ফটকসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা চলমান থাকার কথা বললেও মামলার অগ্রগতি বা নিষ্পত্তির ব্যাপারে সঠিক কোন তথ্য প্রদান করতে পারেনি।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউ.জি.সি) অনুমোদন না থাকায় ব্যবসায় প্রশাসন বিভাগসহ প্রায় ৫ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পরেছে।
শিক্ষার্থীরা জানান, যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান চান তারা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।