আশুলিয়ার ওসিকে রেঞ্জ অফিসে সংযুক্ত

আগের সংবাদ

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ

পরের সংবাদ

আশুলিয়ায় গ্যাসের দাবিতে তিতাসের অফিস ঘেরাও!

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:৪৮ অপরাহ্ণ, ০৬/০১/২৫

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আশুলিয়া জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রাহকরা।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ডেন্ডাবর এলাকার গ্রাহকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এর আগে আশুলিয়ার ডেন্ডাবর ‘আমার স্কুল’ এলাকা থেকে মানববন্ধন লেখা একটি ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে বাইপাইল তিতাস গ্যাসের অফিসের সামনে গিয়ে শেষ করেন।

এ সময় বিক্ষোভকারী গ্রাহকরা জানান, আমরা প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল দিয়ে যাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। একাধিকবার আমরা তিতাস গ্যাসের কতৃপক্ষের নিকট গিয়েছি, তাও সমাধান পাইনি। পরে তারা আমাদেরকে একজন কন্ট্রাক্টরের সাথে যোগাযোগের কথা বলেন। আমরা ওই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলে, তিনি আমাদের নিকট ৩০ লক্ষ টাকা দাবি করেন। টাকা দিলে গ্যাস সরবরাহ ঠিক হবে। টাকা না দিলে তিনি কিছু করতে পারবেন না বলে আমাদের জানান। পরে আমরা বাধ্য হয়ে আজকে মিছিল নিয়ে বাইপাইলে গ্যাস অফিসে এসেছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা গ্যাস অফিসে তালা দিব। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো।

এ সময় তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। পরে তিনি উপস্থিত গ্রাহকদের বিষয়টি আজকের মধ্যে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে সবাই ফিরে যান।