সব
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সা’দ পন্থীদের হামলায় নিহত ও আহতদের বিচারের দাবিতে আশুলিয়া থানায় স্মারকলিপি প্রদান করেছে জুবায়ের পন্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি ইলিয়াস আহমেদ কাসেমীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় আশুলিয়া থানা উলামা পরিষদ এবং সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে থানার প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্থান থেকে আগত জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তৃতা করেন, আশুলিয়া থানা উলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিল, সভাপতি ইলিয়াস কাশেমী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা মাঠে সা’দ পন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে এবং অসংখ্য শান্তিপ্রিয় মুসল্লি ও ওলামাগণ গুরুতর আহত হয়েছেন। তারা দাবি করেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক এবং সা’দ পন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিক। বক্তারা আরও বলেন, জনগণকে আইন হাতে তুলে না নিতে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান।
এসময় আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক তাওহীদী জনতা সমাবেশে উপস্থিত ছিলেন।