সাভারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩

আগের সংবাদ

আশুলিয়ার ফয়সাল কবির হত্যা: গ্রেপ্তার ৪

পরের সংবাদ

ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:২১ অপরাহ্ণ, ০৩/১২/২৪

আশুলিয়ার ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা শাহ জালাল শাওন (২৮) কে মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল। পরে আশুলিয়া থানা পুলিশ মেহেরপুর থেকে তাকে আশুলিয়া থানায় নিয়ে আসে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এরআগে আজ দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার শাহ জালাল শাওন (২৮) আশুলিয়ার নরসিংহপুর এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। সে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহ জালাল শাওনেন বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পর থেকে সে পলাতক ছিলো। পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় নিশ্চিত হয় যে, সে বর্তমানে মেহেরপুরের গাংনী এলাকায় রয়েছে। পরে আশুলিয়া থানা পুলিশ মেহেরপুরের র‍্যাব-৬ কে তার অবস্থান নিশ্চিত করেন। রোববার রাতে থানা পুলিশের এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল মেহেরপুরের গাংনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গতকাল দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহ জালাল শাওনকে মেহেরপুর থেকে আশুলিয়া থানায় আনা হয়। পরে আজ দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এই বিভাগের সর্বশেষ