আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

আগের সংবাদ

আশুলিয়ায় ট্রাক প্রতীকের নির্বাচনী মিছিল

পরের সংবাদ

সাভারে চোরাই লেগুনাসহ গ্রেপ্তার দুই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৩ অপরাহ্ণ, ২১/১২/২৩

সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া লেগুনা উদ্ধারপূর্বক এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সাভারের মধুমতি মডেল টাউনের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চুনাঘাট এলাকার কবির মোল্লার ছেলে মিন্টু (২৪) ও ভোলা জেলার চরফ্যাশন থানার জনতা বাজার এলাকার মোঃ হাতেম হাওলাদারের ছেলে রাকিব বাবু (২৮)। তারা উভয়ে সাভার থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে লেগুনার ড্রাইভার শাহ আলম লেগুনাটি আমিনবাজারের হিজলা এলাকায় পার্কিয়ে রেখে বাসায় চলে যায়। পরের দিন ভোরে লেগুনার নিকট এসে দেখেন গাড়ীটি সেই স্থানে নাই। পরে এ ঘটনায় গত ২০ ডিসেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন লেগুনার মালিক রাজু। পরে লেগুনাটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের মধুমতি মডেল টাউনের ভিতরে অভিযান চালিয়ে লেগুনাটি উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, সকালে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি শিকার করেছে।